হৃতিক রোশন চোখ দান করলেন, ২৫ বছর পর প্রথমবার সিনেমা পরিচালনায়, আসছে 'ওয়ার ২' ও 'কৃশ ৪'!

হৃতিক রোশন—বলিউডের জনপ্রিয় অভিনেতা, ধূসর প্যান্ট ও সাদা টি-শার্ট পরা অবস্থায় ক্যামেরার দিকে তাকিয়ে আছেন; মুখে হালকা দাড়ি ও চুল এলোমেলো, চোখে গভীর চাহনি; তার পেছনে নরম আলোয় আলোকিত ব্যাকগ্রাউন্ড, চেহারায় সুগঠিত পেশী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমা।




বলিউডের অন্যতম ফিট ও সুদর্শন অভিনেতা হৃতিক রোশন তার সুঠাম দেহ, অনবদ্য অভিনয় আর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য লাখো অনুরাগীর প্রেরণার উৎস। আট থেকে আশি—সব বয়সের মানুষই তার চেহারা ও ফিটনেসে মুগ্ধ। তবে হৃতিকের সবচেয়ে মায়াবী দিক হলো তার চোখ। ছোটবেলা থেকেই তার চোখের সৌন্দর্য ছিল ঈর্ষণীয়। এমনকি মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরেও তার চোখের চাহনিতে মুগ্ধ হয়েছিলেন।

সম্প্রতি হৃতিক রোশন এক মানবিক সিদ্ধান্ত নিয়ে আবারও নজর কাড়লেন। নিজের ৪৩তম জন্মদিনে তিনি মৃত্যুর পর চোখ দান করার জন্য নাম নিবন্ধন করেছেন। ‘কাবিল’ সিনেমায় এক দৃষ্টিহীন চরিত্রে অভিনয়ের সময় এই বিষয়ে তিনি অনুপ্রাণিত হন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তিনি নিজেই চোখদানের সিদ্ধান্তটি সবার সঙ্গে ভাগ করে নেন এবং অন্যদেরও উৎসাহিত করেন এই মহৎ কাজে।

এরই মধ্যে ২৫ বছর পূর্ণ করলেন হৃতিক রোশন তার বলিউড কেরিয়ারে। এই দীর্ঘ সফরে অসংখ্য হিট সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার এই তারকা অভিনেতা নতুন এক পরিচয়ে হাজির হচ্ছেন—পরিচালক হিসেবে। বাবা রাকেশ রোশনের সঙ্গে যৌথভাবে ‘কৃশ ৪’ সিনেমায় যশরাজ ফিল্মসের সঙ্গে প্রযোজনায় নামছেন হৃতিক, এবং এই সিনেমাতেই প্রথমবার পরিচালনায় অভিষেক ঘটতে চলেছে তার।




সম্প্রতি রাকেশ রোশন সামাজিক মাধ্যমে হৃতিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম। এবার তোমাকে পরিচালক হিসেবে উপস্থাপন করছি।”

এছাড়াও ২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’, যা অ্যাকশনপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ।