বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ: ‘জুলাই সনদ’ ও নতুন সংবিধানের দাবি
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি।
এর আগে, ২৫ জুন রাজধানীর রূপায়ন টাওয়ারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন রিফাত রশিদ, সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
✊ জুলাই ঘোষণাপত্রের মূল দাবি:
১. অন্তর্বর্তী সরকারের মাধ্যমে প্রতিশ্রুত ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে জারি ও এর সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে।
২. নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘সাংবিধানিক ক্রান্তিকালীন প্রশাসন’ হিসেবে ঘোষণা করতে হবে।
📜 জুলাই সনদ: বিচার ও সংস্কার
৩. নির্বাচন-পরবর্তী সংসদ নয়, নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।
৪. রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকলেও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব গণভোটে নেওয়ার আহ্বান জানানো হয়।
৫. জুলাই সনদকে নতুন সংবিধানের পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
৬. বিগত ১৫ বছরের হত্যা, গুম, ভোট ডাকাতি, লুটপাটসহ সকল রাষ্ট্রীয় অপরাধের বিচারের প্রতিশ্রুতি থাকতে হবে।
৭. অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিতে হবে।
৮. জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।
৯. আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।
🗣 রিফাত রশিদের বক্তব্য:
সংবাদ সম্মেলনে খসড়া ইশতেহার পাঠ করেন সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন,
“২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়। এই অভ্যুত্থান ছিল শুধু রেজিম পরিবর্তনের নয়, বরং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি। তবে এখন কিছু মহল সেই ঐতিহাসিক অর্জনকে ‘সাংবিধানিক ধারাবাহিকতা’র নামে পুরোনো কাঠামোয় গুঁজে দিতে চাইছে। আমরা তা মেনে নেব না।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ ২.০ গঠনের আন্দোলন চলবে, এবং জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন সংবিধান ও নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।”
সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাও বক্তব্য দেন।
0 মন্তব্যসমূহ