ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের নির্বাচনী হুমকি: ইউটিউব বার্তায় বক্তব্য
ভারতে পলাতক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রথমবার প্রকাশ্যে আসলেন জুলাই গণহত্যার অন্যতম প্রধান অভিযুক্ত এই ফ্যাসিস্ট নেতা। ভিডিওতে কাদের বলেন,
"আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নিজেরাই ভোট দেবে কি না, সেটাই সন্দেহজনক।"
তিনি আরও বলেন,
"নির্বাচনের নামে বর্তমানে একটি অশুভ এলায়েন্স গঠন করা হয়েছে, যারা সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে। বিচারের নামে চলছে ক্যাঙ্গারু কোর্ট ও প্রহসন। এই নির্বাচন প্রক্রিয়া আমরা গুঁড়িয়ে দেবো। এর বিরুদ্ধে প্রতিরোধ চলবে।
ওবায়দুল কাদের দাবি করেন,
"বাংলাদেশের অর্ধেকেরও বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক। শেখ হাসিনার প্রতি জনসমর্থন বাড়ছে। সেই দলকে বাদ দিয়ে কোনো ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না এবং আমরা তা হতে দেব না।
0 মন্তব্যসমূহ